আরবান রেজিলিয়েন্স প্রকল্প কেন্দ্রীয়ভাবে সমন্বিত এবং স্থানীয়ভাবে পরিচালিত দূর্যোগ-ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সক্ষম পরিবেশ তৈরীতে কাজ করছে। তিনটি মৌলিক স্তম্ভের উপর আরবান রেজিলিয়েন্স (নগরের স্থিতিস্থাপকতা) বিন্যস্ত যা নিন্মে উল্লেখ করা হলোঃ-
- কার্যকরী জরুরী ব্যবস্থাপনা ।
- বিদ্যমান গঠনগত ঝুঁকি প্রশাসনের মাধ্যমে কাঠামোগত স্থিতিস্থাপকতার উন্নতি সাধন ।
- টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ঝুঁকি সংবেদনশীল ভূমি ব্যবহার পরিকল্পনা এবং নিরাপদ নির্মাণ মান চর্চা/অনুশীলন ।
- ঢাকায় ঝুঁকি সংবেদনশীল জমি ব্যবহার পরিকল্পনা অনুশীলনকে বাস্তবায়ন করা।
- প্রকৌশলী স্থাপতি ও পরিকল্পনাকারীদের জন্য পেশাদার স্বীকৃতি প্রোগ্রাম চালু করণ।
- রাজউকের আওতায় বিল্ডিংকোড প্রয়োগের নীতিমালা উন্নয়ন সাধন।
প্রকল্প অনুদানকারী মন্ত্রনালয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়।
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)
এই প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হলো ঢাকা ও সিলেটে জারুরী ব্যবস্থায় কার্যকরী সাড়া প্রদানের লক্ষ্যে বাংলদেশ সরকারী সংস্থাগুলোর সক্ষমতা জোরদার করা এবং গৌণ উদ্দেশ্য হলো ঢাকা ও সিলেটে নতুন নির্মাণ কাজের মানের উন্নয়ন সাধন করা।
এই উপ-প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে ‘উপাদান বি (B) এবং ‘উপাদান সি (C) ’ এর বাস্তবায়ন, যা নিন্মক্ত লক্ষ্যেগুলো নিয়ে গঠিতঃ
- সংকোটপূর্ণ এবং প্রয়োজনীয় সুবিধাদির, লাইফলাইনগুলোর ঝুঁকি মূল্যায়ন করা।
- রাজধানী ঢাকা শহরে একটি ঝুঁকি সংবেদনশীল ভূমি ব্যবহার পরিকল্পনা অনুশীলনে সহায়তা করা।
- রাজউকে অধীনে আরবান এন্ড রেজিলিয়েন্স ইউনিট গঠন ও পরিচালনা করা।
- ডিজিটাল বৈদ্যুতিক নির্মাণ অনুমোদন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা।
এই লক্ষ্যে আরবান রেজিলিয়েন্স প্রকল্প কেন্দ্রীয়ভাবে সমন্বিত এবং স্থানীয়ভাবে পরিচালিত দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার জন্য পরিবেশ তৈরী ও সক্ষম করার চেষ্টায় নিয়োজিত আছে। সঠিক নগর নির্মাণে দূর্যোগ স্থিতিস্থাপকতার ৩টি মূল স্তম্ভ রয়েছে। যা নিন্মক্ত বর্ণিত হয়েছেঃ-
প্রকল্পের প্রধান উপাদানগুলোঃ
উপাদান- এ: দেশের জরুরী অবস্থায় সাড়াদান ব্যবস্থাপনা প্রকৃয়াটি শক্তিশালী করা।
উপাদান- বি: সংকেপূর্ণ ও প্রয়োজনীয় সুবিধাদির ব্যবস্থার ঝুঁকি মূল্যায়ন করা।
উপাদান- সি: নগর পরিকল্পনা, উন্নয়ন এবং নির্মাণ বাবস্থাপনার উন্নতি সাধণ।
উপাদান- ডি: প্রকল্পের সমন্বয় পর্যবেক্ষণ এবং মূল্যায়ন।
উপরোক্ত উপাদানসমূহের মধ্যে উপাদান ‘বি’ এবং ‘সি’ আরবান রেজিলিয়েন্স প্রকল্প: রাজউক অংশ দ্ধারা বাস্তবায়ন করা হবে।
প্রকল্পের উপ-প্রধান উপাদানগুলোঃ
উপাদান- বি: সংকেপূর্ণ ও প্রয়োজনীয় সুবিধাদির ব্যবস্থার ঝুঁকি মূল্যায়ন করা:-
ক). এই উপাদানটির উদ্দেশ্য হলো সর্বসম্মতিক্রমে দীর্ঘ মেয়াদী বিনিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় বিশ্লেষণ মূলক ভিত্তির উন্নতি সাধন করা এবং ঢাকা, সিলেট ও বাংলাদেশের অন্যান্য শহরগুলোতে নির্মাণ ব্যবস্থার ঝুঁকি কমিয়ে আনা।
খ) এটি দুইধরণের কার্যক্রম নিয়ে গঠিত
১) বৃহত্তর ঢাকায় শহরে ভূমিকম্প এবং অন্যান্য বড় ধরনের দূর্যোগস সময়ে নির্মাণে ব্যবস্থাপনার ঝুকি মূল্যয়ন, প্রয়োজীয় সুবিধাসমূহ ও অবকাঠামোগত সংকটপুর্ণ উন্নয়নের উপর আলোকপাত করা । এই মূল্যায়ন শহরগুলোর ঝুঁকি নিরুপণের বিবৃতিতে উল্লেখ থাকবে, প্রধান ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলি চিহ্নিত করতে সক্ষম করবে এবং বৃহত্তর ঢাকা শহরে দীর্ঘমেয়াদি ঝুঁকি প্রশমণের ভিত্তি হিসেবে কাজ করবে।
২) বাংলাদেশে ঝুঁকি সংবেদনশীল ভূমি ব্যবহার পরিকল্পনার অনুশীলনের বিকাশ ঘটবে এবং এর মাধ্যমে তা নগর কেন্দ্রগুলো কোন দূর্যোগ বিপদ এবং ঝুঁকি সমুখীন হলে তা ডি.আর. আর লক্ষ্যে ও নীতিমালাগুলো দ্ধারা স্পষ্টভাবে বিবৃতির মাধ্যমে অবহিত করা হবে।