২. জমি ব্যবহার ছাড়পত্র পেতে কোন নথি জমা দিতে হবে এবং ফি কত?
উত্তর: নূন্যতম ১০ ফুট প্রশস্ত অ্যাক্সেস এবং সর্বনিম্ন ১২ ফুট প্রশস্ত রাস্তা ছাড়া কোনও পরিকল্পনা অনুমোদিত নয়। যদি অনেকগুলি এই প্রয়োজনীয়তাগুলির কোনওটিই পূরণ করে না তবে ব্যক্তিগত সড়ক নির্মাণের জন্য নমুনা জমি থাকলে টিআই আইনের আওতায় আবেদন করতে পারে। তবে এই জাতীয় অনুমতি খুব বিরল এবং ব্যতিক্রমী।
১০. অবৈধ / অনুমোদিত ভবনের ব্যাপারে রাজউক কি উদ্যোগ নিয়ে থাকে ? এই অভিযোগগুলো কিভাবে সমাধান করা হয় ?
উত্তর: যদি একটি পরিকল্পনা বাতিল হয় তাহলে এর মালিক 2C কমিটির আপিল বিভাগে আবেদন করতে পারে । কমিটি আবারো তার পরিকল্পনা পরীক্ষা করবে । যদি তাদের কাছে যথাযথ মনে হয় , তারা অনুমোদন করবে । যাহোক তারা এটা বাতিলও করতে পারে ।
১১. যখন একটি পরিকল্পনা বাতিল হয় তখন তা অনুমোদনের ব্যপারে কি ধরনের আইন আছে ?
উত্তর: যদি একটি পরিকল্পনা বাতিল হয় তাহলে এর মালিক BC কমিটির আপিল বিভাগে আবেদন করতে পারে । কমিটি আবারো তার পরিকল্পনা পরীক্ষা করবে । যদি তাদের কাছে যথাযথ মনে হয় , তারা অনুমোদন করবে । যাহোক তারা এটা বাতিলও করতে পারে ।
১২. পূর্বানুমতি ছাড়া নির্মিত কোন ভবনের নকশা অনুমদনের ব্যপারে কোন আইন আছে কি ?
উত্তর: হ্যা । ১৯৮৭ সালে এমন একটি আইন পাশ করা হয় । এই আইনে বলা হয়েছে , এটা সম্ভব যদি কোন ভবন রাজউকের নীতি অনুযায়ী নির্মান করা হয়েছে কিন্তু রাজউকের অনুমতি নেয়া হয়নি । কিন্তু ভবনের মালিককে এজন্য সর্বনিম্ন ৫,০০০ টাকা (বেশিও হতে পারে) জরিমানাসহ দশগুন বেশি ফি প্রদান করতে হবে ।